Last Updated: Friday, March 1, 2013, 20:22
শর্তাধীন জামিনে ছাড়া পেয়েই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আরাবুল ইসলাম। চক্রান্ত করেই তাঁকে বিধানসভা নির্বাচনে হারানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক। যে নির্দল প্রার্থী তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন, তাঁকেই তৃণমূলের এক শীর্ষনেতা দলে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ আরাবুলের। প্রশাসনের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক।